Diamond Life obtained permission from the Govt. of Bangladesh to transact all types of Life insurance policies in February, 2014 and started operation in June, 2014.
An explanation is perhaps in order why there is yet another company when there are already so many (30+ odd Companies) operating in the economy. Although life insurance business is more than a century old in thecountry,it has hardly touched upon the lives of the general people of the country. In a word, life companies have been largely unable to tap the opportunities offered by a progressing economy like oursand does not compare well with the level of development achieved in other financial sectors of economy.As it terms out, Bangladesh may be regarded as almost a green field for life insurance business.Given proper planning and vigorous efforts, it is very much possible that the premium income of the industry largely reflecting its performance can be quadrupled from the present level (which is presently only 0.7% of national GDP) in a decade’s time. Thus, the case for a new life insurance company has been quite convincing. The sponsors of Diamond Life--highly successful and distinguished personalities as they are in their respective fields of trade and commerce--strongly believe that the new life company imbued with the ideals of rendering prompt and quality life insurance services at reasonable cost and directing all activities to this end is sure to stand out and shall be able to make a mark in a short period of time. Thus Diamond Life undertakes to hold the policyholders interest upper most of all considerations and has set before itself, among others, the following aims and objectives
Diamond Life shall endeavur to achieve these ends through concerted efforts as outlined below
Diamond Life Insurance is located as follows: Surma Tower (19th Floor) 13 Comrade Moni Singh Road (Old 59/2 Purana Paltan) Dhaka
শিশু নিরাপত্তা বীমা পরিকল্প লাভসহ
এই পরিকল্পের অধীনে যৌথভাবে প্রিমিয়াম দাতা ও শিশুর জীবনের উপর ঝুঁকি গ্রহন করা হয়। প্রিমিয়াম দাতা অবশ্যই শিশুর পিতা হবেন যদি পিতা জীবিত না থাকেন এবং শিশুর মাতা উপার্জনক্ষম হন তবে তিনিও প্রিমিয়াম দাতা হতে পারেন । পলিসি গ্রহনের সময় শিশুর বয়স হবে সর্বনিম্ন ৬ মাস এবং সর্বোচ্চ ১৫ বছর। মেয়াদ পূর্তিকালীন শিশুর বয়স ১৮ বছরের কম এবং ৩০ বছরের বেশী হবেনা ।
# প্রাপ্য সুবিধাদিঃ
১.যদি বীমা চলাকালীন সময়ে প্রিমিয়াম দাতা মৃত্যুবরন করেন আর কোন প্রিমিয়াম দিতে হবেনা। সেক্ষেত্রে নিম্নোক্ত সুবিধাদি প্রদান করা হবেঃ
(ক) মেয়াদপূর্তি পর্যন্ত বৃত্তি হিসেবে প্রতি মাসে মূল বীমাঅংকের শতকরা ১% অর্থ প্রদান করা হবে।
(খ) মেয়াদ শেষে অর্জিত বোনাসসহ পুরো বীমাঅংক প্রদান করা হবে।
২.যদি মেয়াদপূর্তির পূর্বেই শিশুটি মৃত্যুবরন করে তবে নিম্নোক্ত শিডিউল অনুযায়ী বীমার টাকা প্রদান করা হবেঃ
শিশুটির মৃত্যকালে পলিসি চালু থাকার মেয়াদ প্রদেয় সুবিধা
৬ মাসের বেশি নয় মূল বীমাঅংকের ২৫%
৬ মাসের বেশি কিন্তু ১২ মাসের বেশি নয় মূল বীমাঅংকের ৫০%
১২ মাসের বেশি কিন্তু ২৪ মাসের বেশি নয় মূল বীমাঅংকের ৭৫%
২৪ মাসের বেশি মূল বীমাঅংকের ১০০%
বৈশিষ্ট্যঃ
এই পরিকল্পে বীমার মেয়াদ ১২ বছর। প্রিমিয়াম প্রতিমাসে প্রদান করতে হয়। এই পরিকল্পে মেয়াদ পূর্তির পূর্বে আংশিক বীমাঅংক প্রাপ্তির সুবিধা রয়েছে যা নিম্নরূপঃ-
ক) প্রথম চার বছর নিয়মিত প্রিমিয়াম পরিশোধ করার পর বীমাঅংকের ২০% প্রদান করা হবে।
খ) পরবর্তী চার বছর নিয়মিত প্রিমিয়াম পরিশোধ করার পর বীমাঅংকের ২০% প্রদান করা হবে।
গ) মেয়াদ পূর্তি পর্যন্ত বীমাগ্রাহক বেঁচে থাকলে এবং নিয়মিত প্রিমিয়াম পরিশোধ করে থাকলে অবশিষ্ট বীমাঅংক অর্জিত লাভসহ প্রদান করা হবে।
ঘ) প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা প্রদান করা সত্তেও পলিসি চালু থাকা অবস্থায় মেয়াদের মধ্যে বীমাগ্রাহকের মৃত্যু হলে পুরো বীমাঅংক অর্জিত বোনাসসহ প্রদান করা হবে।
এই পরিকল্পের বিশেষ সুবিধা হলো প্রিমিয়াম বয়স নির্ভর নয়। বীমা শুরুতে সর্বোচ্চ প্রবেশকালীন বয়স পুরুষ ও মহিলার ক্ষেত্রে যথাক্রমে ৪৮ বছর এবং ৪৫ বছর।
এই পরিকল্পের ক্ষেত্রে সর্বনিম্ন বার্ষিক কিস্তি ১০০ টাকা এবং সর্বোচ্চ ১০০০০ টাকায় সীমিত থাকবে।
Title | Diamond Life Insurance Limited |
Address | Surma Tower (19th Floor) 13 Comrade Moni Singh Road (Old 59/2 Purana Paltan) Dhaka |
Phone | 88029564957 |
Fax | |
Mobail | 8801711312566 |
[email protected] | |
Post Code | 1000 |
Reg Code | |
Swift Code | |
License | |
TIN | |
BIN | |
Establishment Year | 2014 |
Category | Private |
Sector | Finance |
Service Type | Insurance |
Area | Purana Paltan |
Upazila/Thana | Paltan |
Division | Dhaka |
District | Dhaka |
Country | Bangladesh |
Membership | |
Legal Status | Private |
Add Your Rating for the Service